চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বন্য শুকরের ১ মণ মাংসসহ বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য শুকরের ১ মণ মাংসসহ প্রান্ত বৈদ্য (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ ও পুলিশ।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালীপুর রামদাস মুন্সিরহাট কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার প্রান্ত বৈদ্য রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের অমিরণ বৈদ্যের ছেলে।

 

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ দেয়ার পর পুলিশের কাছে সোপর্দ করে।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী শিকার করে মাংস বিক্রয় করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রান্ত বৈদ্য নামে এক শিকারীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন বন্যপ্রাণী শিকার করে মাংস বিক্রয় পেশায় জড়িত।

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট