চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নারকেল গাছ থেকে পড়ে আনোয়ারায় বাসচালকের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নারকেল গাছ থেকে পড়ে মো. মোজাম্মেল হক (৫৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চাতরী ৫ নম্বর ওয়ার্ডের ছুফি আলাউদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত মোজাম্মেল হক চাতরী আলাউদ্দীনের বাড়ির মাওলানা মেহেরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন বলে জানা গেছে।

 

ইউপি সদস্য মো.তারেক ও স্থানীয়রা জানান, বুধবার ড্রাইভার মোজাম্মেল বাড়ির পাশে একটি নারকেল গাছে উঠে নারকেল পাড়তে গেলে গাছ থেকে অসাবধান অবস্থায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি দেখায় চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয় তার।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট