চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের আওতাধীন হাটহাজারী পৌরসভার আল হুদা মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে ইসলামের প্রচার-প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি জঙ্গিবাদ, উগ্রবাদ ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান এই আওয়ামীলীগ নেতা। শেষে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য-দীর্ঘায়ুর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ