চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হালদায় ৪ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

 

ইউএনও জানান, ভোরে গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলি ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করে ৮টি ঘেরা জাল (৪ হাজার মিটার) এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফ’র এভিসিএফ (মৎস্য) মো. ফয়েজ রাব্বানী।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট