চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

এক কমিটিতেই ৫ বছর দক্ষিণ জেলা যুবদল

মোহাম্মদ আলী

১২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

গঠনতন্ত্র অনুসারে তিন বছর পর পর কমিটি দেওয়া নিয়ম রয়েছে। অথচ দক্ষিণ জেলা যুবদলের এক কমিটিতেই পার হয়েছে ৫ বছর। যথাসময়ে নতুন কমিটি না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেক নেতাকর্মী। এদিকে, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ৯ উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ এবং ৪ উপজেলা ও পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর স্বাক্ষরিত ঘোষিত এসব কমিটির বিরুদ্ধে তৃণমূল থেকে অনেক অভিযোগ উঠে। বোয়ালখালী উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন আহ্বায়ক কমিটিতে তৃণমূল কর্মীদের স্থান না দেওয়ার প্রতিবাদে ঝাড়ু– ও জুতা মিছিল করেছে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের অভিযোগ ঘোষিত কমিটিতে এক যুবলীগ নেতাকে স্থান দেওয়া হয়েছে। তাছাড়া এ কমিটিতে আরো নানা অনিয়ম করা হয়েছে। একই অভিযোগ পাওয়া গেছে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধেও। দলের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম সক্রিয় কর্মীদের নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে- আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলমগীর সাকিবকে ঘোষিত কমিটিতে সদস্যও করা হয়নি। তাতে ক্ষেপেছে তৃণমূলের নেতাকর্মীরা। একই কমিটিতে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে করা হয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অথচ তিনি দক্ষিণ জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের মধ্যে এক নেতা এক পদ নিয়ম থাকলেও এ জায়গায় এটি ব্যত্যয় ঘটেছে।

 

২০১৮ সালের ১০ সেপ্টেম্বর যুবদল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত ২০১ সদস্যের দক্ষিণ জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি হন মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক হন মোহাম্মদ আজগর। এ কমিটি পাঁচ বছরের মাথায় এসে গত ৬ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, আনোয়ারা উপজেলা, পটিয়া উপজেলা ও পৌরসভা, বাঁশখালী পৌরসভা, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা ও কর্ণফুলী উপজেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং বাঁশখালী উপজেলা, সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া পৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ হন পদবঞ্চিতরা।  এ প্রসঙ্গে জানতে চাইলে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান দৈনিক পূর্বকোণকে বলেন, ‘মাঠে-ময়দানে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা কর্মীদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেক থানায় সফর করেন। তিনি যাচাই-বাছাই করার পর এ কমিটি ঘোষণা করা হয়।’ মোহাম্মদ শাহজাহান বলেন, ‘দক্ষিণ জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেনকে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার  সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি তাঁতী দল থেকে পদত্যাগ করেছেন- এমন খবরের ব্যাখ্যা চাওয়া হচ্ছে। এরপর গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিন বছরের কমিটি ৫ বছর মেয়াদের দায়িত্ব পালন প্রসঙ্গে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমাদের কমিটির ব্যাপারে কেন্দ্রে ভাল সুনাম রয়েছে। তারাই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট