চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

১৫ সেপ্টেম্বর পটিয়ার ২২ গ্রামে একযোগে প্রতিভা অন্বেষণ পরীক্ষা

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলা শাখা আগামী ১৫ সেপ্টেম্বর পটিয়ার ২২টি গ্রামে একযোগে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির বৌদ্ধ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘প্রতিভা অন্বেষণ  পরীক্ষা-২০২৩’ । আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে মকুটনাইট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ। 

পটিয়ার সকল বৌদ্ধ বিহার ও গ্রামের বিদ্যাপীঠে এম.সি.কিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও ধর্মসহ মোট ৫টি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় কমিটির প্রেরিত পরিদর্শক উপস্থিত থাকবে ও গ্রামের বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সদস্যরা পরীক্ষার তদারকি করবে। পরীক্ষা সুষ্টভাবে পরিচালনা করার লক্ষ্যে ৭ (সাত) জন শিক্ষককে নিয়ে একটি কমিটি এক মাস যাবৎ কাজ করছে।

অংশগ্রহণকারী ৪০০ জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় কৃতকার্যদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। এই পরীক্ষায় “সেরা একশত পঞ্চাশ জন শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ২য় ধাপে “সেরা দশ” নামে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কর্মযজ্ঞ সম্পাদনের চূড়ান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর )  সংগঠন কার্যালয়ে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি শৈবাল কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সীমাজু বড়ুয়া সীমান্ত, পটিয়া উপজেলার কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার বড়ুয়া, উপদেষ্টা শিক্ষক সনদ বড়ুয়া, উপদেষ্টা বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি শিক্ষক বাদল বড়ুয়া, কাজল বড়ুয়া, সিদুল বড়ুয়া, শিক্ষক তাপস বড়ুয়া, মিলন বড়ুয়া, ব্যাংকার কুসুম বড়ুয়া, অনুপম বড়ুয়া, প্রদ্যুৎ বড়ুয়া, শিক্ষক বিপুল বড়ুয়া, শিক্ষক পবন বড়ুয়া, সুবল বড়ুয়া, আকাশ বড়ুয়া, তাপস বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া দেবু, জীবক বড়ুয়া, সুতিন বড়ুয়া, সুলভ বড়ুয়া ও সন্তু বড়ুয়া প্রমুখ ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট