চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত রাউজানের তরুণের লাশ আসছে আজ

ইউএই প্রতিনিধি

৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত রাউজানের তরুণ শাহরিয়ার সাদমান (২৩) এর লাশ আজ দেশে আসছে। আজ (শুক্রবার) বিমানের একটি ফ্লাইটে তার লাশ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরে তার লাশ নোয়াপাড়া পৌঁছানোর কথা রয়েছে। একইসঙ্গে আজ বাদ জুমা স্থানীয় নিরামিষপাড়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ৮ মাস আগে বাবা-মায়ের একমাত্র ছেলে সাদমান তার কর্মজীবন শুরুর উদ্দেশ্যে আবুধাবিতে আসেন।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর বাবা জানে আলমের সঙ্গে আবুধাবির উপকণ্ঠ বানিয়াসে এসি মেইনটেনেন্সের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাদমান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট