চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

নদী সাঁতরিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় নিখোঁজ, ৬ দিন পর মিলল লাশ

ঈদগাঁও সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ ৬ দিন পর আরমান (২৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঈদগাঁও নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

 

নিহত আরমান ঈদগাঁও সদর ইউনিয়নের মেহেরঘোনার ছাবের বাবুর্চির ছেলে।

 

এর আগে ৬ দিন ধরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে খোঁজে পাওয়া যায়নি।

 

পরে বৃহস্পতিবার সকালে বিভিন্ন প্রকারের জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে শত শত জনতা তাকে খুঁজতে নদীতে নামে। অবশেষে বেলা পৌনে ১২টার দিকে নদীর গজালিয়া অংশের পশ্চিমে মাছ ধরার জালে আরমানের লাশের হদিস মিলে।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় দুই সন্তানের জনক আরমান ইসলামাবাদ ইউনিয়নের গাজালিয়া শ্বশুরবাড়িতে যেতে নদী সাঁতরিয়ে পারাপারের সময় তিনি পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান।

 

পূর্বকোণ/তারেক/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট