চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

লোহাগাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লোহাগাড়া সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজা মিয়া নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।

 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাজা মিয়া (২৪)। সে কক্সবাজার জেলার পেকুয়া শিলখালী এলাকার বাদশা মিয়ার পুত্র।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনগণ ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।

 

ইউএনও শরীফ উল্যাহ জানান, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাজা মিয়া (২৪) নামের এক যুবক অশালীন আচরণ করতে থাকে। একপর্যায়ে তার পথরোধ করে হাত ধরে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারের প্রেক্ষিতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণের জন্য লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট