চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মলম পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সাতকানিয়ার ব্যবসায়ীর

সাতকানিয়া সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মলম পার্টির খপ্পরে আহত ব্যবসায়ী আবদুল হান্নান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর পার্কভিউ হাসপাতালের লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।

 

নিহত হান্নান সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি চকরিয়ায় আনোয়ারা শপিং সেন্টারে জুতার ব্যবসা করতেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া পৌর প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ সোহেল বলেন, গত ৩০ আগস্ট ঈগল পরিবহনের মিনি বাসযোগে কেরানিহাট থেকে চকরিয়া যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয় হান্নান। তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, এরপর নগরীর পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট