চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঢাবি শিক্ষার্থী অপহরণের ৭ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে অপহরণের ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাজেকের শিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কের ছয়নালছড়া এলাকায় তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাকে উদ্ধার করে।

 

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, পুলিশ, সেনা, বিজিবির অভিযানের মুখে দুর্বৃত্তরা দ্বীপিতাকে রেখে চলে যায়। তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্বীপিতাকে সাজেক থানায় নিয়ে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

এর আগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঘুরতে যাওয়ার পথে বুধবার বেলা ১২টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর থেকে তাকে অপহরণ করা হয়।

 

দ্বীপিতা চাকমা তার বিভাগের ১০ জন শিক্ষার্থীর একটি দল নিয়ে সাজেকে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট