চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে ৭টি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২

বাঁশখালী সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে চোরাইকৃত ৭টি সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রাম শহর ও বাঁশখালী থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাত থেকে অভিযান চালিয়ে অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মিরসরাইর মধ্যম ওয়াহেদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আলী আজগর (৪০) ও বায়েজিদ থানার ওয়াজিদিয়া এলাকার মোরশেদ আলমের ছেলে মো. পারভেজ মোশাররফ (২৪)। তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে অটোরিকশাগুলো উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গত ১৪ জুন আবদুচ ছবুর বাদী হয়ে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারের মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই চোরকে গ্রেপ্তার করা হয়।

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট