চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষকে গুলি করার ঘটনায় মূলহোতা মো. সাজ্জাদ হোসেন শিবলুর (২৬) বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে আদালতে ধার্য শিবলুর দু’দিনের রিমান্ড শেষে কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রসুলাবাদ এলাকায় তার বাড়ির বসত ঘরের সামনে পরিত্যক্ত গোয়াল ঘর থেকে একটি এলজি ও কার্তুজ উদ্ধার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে বৈঠক চলাকালিন ফোরকান নামে এক যুবককে গুলি করে শিবলু। এ ঘটনায় মামলা দায়ের হলে শিবলু আত্মগোপনে চলে যায়। পরে গত ২৭ আগস্ট জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে হাজতে পাঠায়। আমরা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে অপরাধের কথা স্বীকার করলে শিবলুর দেয়া তথ্যমতে গতকাল রাতে তার বাড়ি থেকে একটি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ