চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে অস্ত্র-গুলিসহ ৫ মামলার আসামি গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও গুলিসহ মো. লোকমান হোসেন (৫০) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষ পাড়া এলাকার মৃত নুর মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ৪ নম্বর ওয়ার্ড খায়েজ চেয়ারম্যানের নতুন বাড়ি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল জানান, গতকাল রাত ১০টার দিকে ৪ নম্বর ওয়ার্ড খায়েজ চেয়ারম্যানের নতুন বাড়ি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর দেহ তল্লাশি করে পুলিশ তার কাছ থেকে একটি দো’নলা দেশীয়এলজি এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রাউজান ও কোতয়ালী থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট