চট্টগ্রামের লোহাগাড়ায় খালে ভাসমান অজ্ঞাত নামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাংছড়ি খালের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ও লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রুবেল আলম। তারা জানান, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৬০ থেকে ৬৫ হতে পারে।
স্থানীয়রা জানায়, এলাকার জনৈক বাসিন্দা শহিদুল ইসলাম দুপুর আড়াইটার দিকে বড়শি দিয়ে ওই খালে মাছ শিকার করছিলেন। এ সময় তিনি খালের মাঝখানে আটকানো অবস্থায় লাশটি দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানানোর পর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরাও খবর শুনে ঘটনাস্থলে পৌঁছান। এরপর উভয় বাহিনীর সদস্যরা বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, বৃদ্ধের লাশটি হয়তো তিন চারদিন আগের। লাশের শরীরে পঁচন দেখা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ