চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে আসা ৩৯০০ পিস ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিটসহ গ্রেপ্তার ৬

খাগড়াছড়ি সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:১৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিট, অ্যাম্পুলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিন হাজার ৯০০ পিস ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কিট, ৯৮ পিস ডেঙ্গু পরীক্ষার ভারতীয় অ্যাম্পুলসহ একটি মাইক্রোবাস (নোহা) জব্দ করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মো. মাঈনুদ্দিন (২৭), মো. জাহাঙ্গীর আলম (২৯), মো. মহিন উদ্দিন (২৯), জাকির হোসেন (৩০), আনোয়ার হোসেন (২৮) ও মো. রবিউল ইসলাম (২৯)।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

 

তিনি বলেন, গতকাল গোয়েন্দা তথ্যে দুপুর ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় একটি মাইক্রোবাস (মেট্রো চ ৫৩-৫৫) তল্লাশি করে ডেঙ্গুর কিট ও অ্যাম্পুল উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা ছয়জনকে আটক করা হয়।

 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শরীফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট