চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে আনোয়ার চৌধুরী বনফুল ডেইরি খামারের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মায়মুনা বলেন, সকালে ৮টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়েছে। তবে এখানে আনার আগে তিনি মারা গেছেন।
পূর্বকোণ/সুমন/এএইচ