চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঋণের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

মিরসরাই সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে ফল ব্যবসায়ী মোহাম্মদ আরিফ (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আরিফ ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় ভোরের বাজার এলাকায় তার একটি ফলের দোকান রয়েছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় প্রতিবেশী কাজী সেলিম বলেন, আরিফ দীর্ঘদিন ধরে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে ফলের ব্যবসা করে আসছে। সে সুবাধে তার ব্যবসায়ীক লেনদেনসহ বিভিন্ন খাতে মোটা অংকের ঋণ হয়ে গেছে। এই ঋণের বোঝা সইতে না পেরে সম্ভবত আত্মহত্যার পথ বেঁচে নেয়। তার লাশ এখনো মেডিকেলে রয়েছে।

 

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ভোরের বাজারের পাশে আরিফের বাড়ি। সে ফল ব্যবসা করত। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা সঠিক জানি না। তবে আত্মহত্যার বিষয়টি শুনেছি।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাহেরখালীতে ফল ব্যবসায়ী মোহাম্মদ আরিফের আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার লাশ বর্তমানে চমেক মেডিকেলে রয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

 

পূর্বকোণ/মিঠু/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট