চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা লাশ

উখিয়া সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৪৮ অপরাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যরা মুজিবুর রহমান (১৭) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে জবাই করে হত্যা করেছে । পরে নালা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২৫ ও ২৭ ব্লকের মধ্যবর্তী নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত মুজিবুর রহমান ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওবায়দুল হকের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উক্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট