চট্টগ্রামের লোহাগাড়ায় ৭০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রো গাড়ি (হায়েছ) জব্দ করা হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে চুনতি ইউনিয়নস্থ বনরেঞ্জ কার্যালয় সংলগ্ন আরাকান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হল, মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুয়াতলা বাহেরচর এলাকার আবদুল রাজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) ও একই এলাকার মৃত মোশারফ খানের ছেলে আরজু খান (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী মাইক্রো (হায়েছ) গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ