চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মানিকছড়ি সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৩ | ১০:৫৫ অপরাহ্ণ

অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ির মানিকছড়িতে দুই ব্যক্তিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে উপজেলা সদরের মুসলিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিনকে (২৮) ৭০ হাজার টাকা এবং উপজেলার ছদুরখীলের রমজান আলীর ছেলে মো. চাঁন মিয়াকে (৪২) এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় অবৈধ বালু ও পাহাড় কাটা বন্ধে অভিযান অব্যহত থাকবে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট