চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৩ | ১০:৪৪ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় তন্নী চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫টার দিকে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

প্রতিবেশিরা জানিয়েছেন, তন্নী বাসায় একা ছিলেন। বিকেলে তার মা সুভা চৌধুরী একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন তন্নী কোথায়। পরে বাসায় গিয়ে দেখা যায় তার দেহ বাড়িতে ঝুলন্ত। তন্নী চৌধুরী কক্সবাজার সিটি কলেজের অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের ছাত্রী এবং শহরের বৈদ্যঘোনা এলাকার নেপাল চৌধুরীর মেয়ে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এখনো হত্যা নাকি আত্মহত্যা সঠিক বলা যাচ্ছে না। পুলিশের তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট