চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে ২৫ কেজি ওজনের অজগর উদ্ধার, বনে অবমুক্ত

রাউজান সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৩ | ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ডাবুয়ার লোকালয়ে নেমে আসা ২৫ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বনে অবমুক্ত করা হয়।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব ডাবুয়া গ্রামের বাশির বাপের বাড়ির অজিতের পরিত্যক্ত চায়ের দোকান থেকে চট্টগ্রাম বন বিভাগের একটি দল অজগরটি উদ্ধার করে।

 

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন তালুকদার বলেন, অজগরটি দুপুর থেকে ওই চায়ের দোকানের ভেতর বিমে অবস্থান নেয়। এলাকাবাসী টের পেয়ে আমাকে খবর দিলে আমি বিষয়টি উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদারকে জানাই।

 

রাউজান ঢালা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে চট্টগ্রাম বন বিভাগের একটি সাপ ধরা দলকে এনে সাপটি বিকেল সাড়ে ৪টার দিকে ধরা হয়। বিকেল ৫টায় সাপটি ঠান্ডাছড়ি বনে অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ২৫ কেজি। লম্বা প্রায় ১৩-১৫ ফুট। এদিকে সাপের অবস্থান ও ধরার খবরে সেটি দেখতে ঘটনাস্থলে শত শত জনতা ভিড় করেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট