চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বড় ভাইকে রেললাইনে ফেলে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩ | ৬:১৮ অপরাহ্ণ

জায়গা জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে রেললাইনের ওপর ফেলে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার দায়ে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে কুমিল্লা দৌলতপুর রেলগেইটের দক্ষিণ পার্শ্বে রেললাইনের ওপর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

নিহত জাহিদ (৩৫) কুমিল্লার সদর দক্ষিণ জেলার শাকতলা উত্তর পাড়া মৃত আমিন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী জানান, বড় ভাইকে হত্যা করে রেললাইনে ফেলে যাওয়া মাসুম প্রকাশ বিচ্ছুকে (২৮) কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় কুমিল্লার দেবিদ্দার এলাকার জাফরগঞ্জ হতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট