চট্টগ্রামের মিরসরাইয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে বাস। এতে বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে লতিফীয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- ফেনীর আবুল বশর, কুমিরার রুজিনা, সাধন, মিরসরাইয়ের শাকিল ও দীপক পাল।
জোরারগঞ্জ চৌধুরীরহাট হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ