চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

লামায় বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

লামা-আলীকদম সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

বান্দরবানের লামা পৌরসভার একটি বাসায় বালতির পানিতে ডুবে রাইসা মনি নামের ১৮মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লামামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

 

শিশুটির বাবা মো. রফিক সরকার বলেন, তার স্ত্রী জয়নাব বেগম রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। তার অগোচরে বাসার বাথরুমের পানি ভরা বালতিতে উপুড় হয়ে পড়ে যায় রাইসা। পরে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টার দিকে লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশটি এখনো লামা হাসপাতালে হয়েছে। শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট