চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

খাগড়াছড়িতে হেফজখানা ছাত্রের মৃত্যু, শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

খাগড়াছড়ি সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৩ | ১১:১১ অপরাহ্ণ

শিক্ষকের অতিরিক্ত মারধরের কারণে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসা ও হেফজখানার এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রের বাবা।

 

নিহত ছাত্র আব্দুর রহমান আবির (৭) পানছড়ি উপজেলার সরোয়ার হোসেনের ছেলে। অভিযুক্ত শিক্ষক মানিকছড়ির গচ্ছাবিল এলাকার মৃত দেলোয়োর হোসেনের ছেলে।

 

জানা গেছে, হেফজখানার শিক্ষক হাফেজ মো. আমিন ছাত্র আবিরকে মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিক্ষক নিজেই রবিবার (২৭ আগস্ট) রাতে ছাত্রকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। আবিরকে চিকিৎসক মৃত বললে শিক্ষক লাশ রেখে পালিয়ে যায়।

 

মাদ্রাসার সুপার মাওলানা ফরিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে পূর্বকোণকে বলেন, আবির হোসেনের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

 

তিনি আরও বলেন, নির্যাতনকারী শিক্ষক আমিনই ছাত্রকে হাসাপাতালে নিয়ে আসে। মারা যাওয়ার খবর পেয়ে সে লাশ রেখে পালিয়ে যায়। তার মুঠোফোন বন্ধ রয়েছে।

 

এদিকে নিহত ছাত্রের বাবা সরোয়ার হোসেন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।

 

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে আনার পূর্বেই মাদ্রাসায় ছাত্রটি মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

 

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম পূর্বকোণকে বলেন, এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/জেইউ/পারেভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট