চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আনোয়ারায় ফুটপাত-সড়ক দখল করে ব্যবসা, জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারার বটতলী রুস্তমহাটে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ মামলায় ২২ হাজার টাকা জরিমানা হয়।

 

রবিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বটতলী রুস্তমহাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করেন এবং ১০টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা করেন।

 

এদিকে, বিকালে চাতরী চৌমুহনী বাজারে ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।

 

তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে ড্রেন পরিষ্কার এবং অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করার জন্য। ফুটপাত-সড়ক দখল করে যেসব ব্যবসায়ীরা দোকানপাট বসাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট