চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

টেকনাফে বিজিবির অভিযান, ৪ লক্ষাধিক ইয়াবা ফেলে পালাল ৬ চোরাকারবারি

টেকনাফ সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৩ | ২:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ আগস্ট) ভোরে সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আলুগোলা মাঝেরকাঠি এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির সদস্যরা ৬ জনকে ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে আলি আহমেদের মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। এক পর্যােয়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, চোরাকারবারীদেরকে সনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা আছে। পরে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট