চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

টেকনাফে ‘আস্তানা’ দেখে ফেলায় কিশোরকে ডাকাতদের গুলি

টেকনাফ সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৩ | ৮:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চরাতে গিয়ে ‘ডাকাতদের আস্তানা’ দেখে ফেলায় জাফর আলম (১৭) নামে এক কিশোরকে গুলি করেছে ডাকাতরা।

 

শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, ‘রোহিঙ্গা ডাকাতদল কামাল বাহিনীর’ সদস্যরা ওই কিশোরকে গুলি করেছে।

 

গুলিবিদ্ধ জাফর আলম হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

 

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, জাফর প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে গরুকে ঘাস খাওয়াতে পাহাড়ি এলাকায় যায়। একপর্যায়ে সে গরু নিয়ে পাহাড়ে ডাকাতদলের আস্তানার কাছাকাছি পৌঁছায়। এ সময় রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর সদস্যরা জাফরকে দেখতে পেয়ে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হলে গরু ফেলে সেখান থেকে পালিয়ে আসে সে। স্থানীয় লোকজন জাফরকে উদ্ধার করে রোহিঙ্গা শিবির সংলগ্ন এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘জাফরের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে’।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট