চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ হেলাল উদ্দিন নামে এক সন্ত্রাসীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে।

 

শুক্রবার (২৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে প্রজেক্টের টং ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয়রা জানায়, হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রজেক্টের টং ঘর থেকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট