চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৩ | ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

 

শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁসির ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার পূর্বকোণকে বলেন, চট্টগ্রামুখী যাত্রীবাহী বাসের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা পৌঁছার আগেই তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সা দুটি থানায় নিয়ে আসা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট