চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

উখিয়ায় আরসার শীর্ষ সন্ত্রাসী বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৩ | ৮:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকায় অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুসকে (৪০) বিদেশি অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

 

গ্রেপ্তার মাওলানা মোহাম্মদ ইউনুস ১৯ নম্বর ক্যাম্পের ১৩/সি-ব্লকের মৃত হাবিবুল্লাহর ছেলে।

 

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এর শীর্ষ সন্ত্রাসী ও অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/মানিক/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট