কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকায় অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুসকে (৪০) বিদেশি অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেপ্তার মাওলানা মোহাম্মদ ইউনুস ১৯ নম্বর ক্যাম্পের ১৩/সি-ব্লকের মৃত হাবিবুল্লাহর ছেলে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/মানিক/জেইউ