চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৩ | ৩:২৪ অপরাহ্ণ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছেন বলে জানা গেছে। নিহত ওই নারীর নাম আদিয়া খাতুন (২৩)।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টায় টেকনাফ আলীখালি ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত আদিয়া খাতুন টেকনাফের ২৫ নম্বর ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে তাকে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট