চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় জাহানার বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়ার জাগির হোসেনের স্ত্রী।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সৈয়দ-সৈয়দা স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালক মানিক জানান, চট্টগ্রামগামী একটি বাস ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওই নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে ঘটনাটি জানানো হয়েছে।
আরেক প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, বাসটি ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। আমি ধাওয়া করে বাসটি আটক করি।
প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের নেতা বোরহান আহমেদ জানান, আমি ওই মহিলাকে সিএনজিতে তুলে হাইওয়ে পুলিশকে জানাই। হাসপাতালে নিতে নিতে তিনি মারা যান। এখনো পায়জামায় মৃত মহিলার রক্ত লেগে আছে।
নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার আগে ওই নারীর মৃত্যু হয়।
পূর্বকোণ/মুন্না/এএইচ