চট্টগ্রাম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট: চবির সেই শিক্ষককে শোকজ

চবি সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৩ | ৫:৪৪ অপরাহ্ণ

ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নোটিশের বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

 

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং তার সরকারের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাইদুল ইসলাম। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত বিধান পরিপন্থি। এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য আদেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।

 

এর আগে ৩০ জুলাই ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে পোস্ট করেন মো. মাইদুল ইসলাম। এ বিষয়ে গত ২০ আগস্ট উপাচার্যকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় চবি শিক্ষক সমিতি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট