চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৩ | ২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা থানার দক্ষিণ গরুয়া পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শিহাবুল ইসলাম (১৯) ও একই এলাকার নবী হোসেনের ছেলে জায়েদ (১৯)।

 

বুধবার (২৩ আগস্ট) কর্ণফুলী থানার বৈরাগী ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, ‘কর্ণফুলী থানার বৈরাগী ইউপি এলাকায় অস্ত্র কেনা-বেচার জন্য কিছু লোক অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার শিহাবুল ইসলামের কোমর থেকে ১টি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা অস্ত্র হেফাজতে রাখার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতো বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট