চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ওষুধ ভেবে কীটনাশক পান, চট্টগ্রামে প্রাণ গেল বৃদ্ধের

বোয়ালখালী সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৩ | ১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ওষুধ ভেবে সবজি ক্ষেতে মারার জন্য আনা কীটনাশক পান করে কাজল দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক।

স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কাজল দাশ। হোমিওপ্যাথি চিকিৎসা চলছিল তার। বুধবার সকালে হোমিওপ্যাথিকের ওষুধ ভেবে সবজি ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন তিনি। তাকে সকালেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট