চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে নিখোঁজ গৃহবধূ তানিয়া খাতুনকে (২২) বোয়ালখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। তানিয়া শিবগঞ্জ থানা এলাকার মো. রকিউল ইসলামের স্ত্রী।
আজ বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।
তিনি বলেন, গত ২০ আগস্ট পরিবারের সাথে অভিমান করে স্বেচ্ছায় বোয়ালখালীতে চলে এসেছিলেন ওই গৃহবধূ। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় তার ভাই মাইনুল ইসলাম নীন নিখোঁজ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজ গৃহবধূর অবস্থান জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ড. আশিক মাহমুদ মহোদয়ের নির্দেশে গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এর আগে ২২ আগস্ট বোয়ালখালী থেকে পাঁচদিন ধরে নিখোঁজ আবরার শাহারিয়া শাওন (১৩) নামের এক শিশুকে উদ্ধার করে থানা পুলিশ। গত ১৬ আগস্ট আবরার নিখোঁজ হয়েছে জানিয়ে তার মা বোয়ালখালী থানায় ডায়েরি করেছিলেন।
পূর্বকোণ/পিআর/এএইচ