চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৩ | ১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে দোলনার রশিতে ফাঁস লেগে মো. রাকিব নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাকিব উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজার বাড়ির মো. আলমগীরের ছেলে।

 

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮টায় নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ ইমরান হোসেন বাপ্পী বলেন, ‘দুপুর ১২টার দিকে ছেলেটি মা রান্না করে কাজ করছিলেন। এই সময় শিশু রাকিব তার দুই বছর বয়সী ছোট ভাইয়ের সাথে খেলছিল। এক পর্যায়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে শিশু রাকিব মাটিতে পড়ে যায়। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। আওয়াজ শুনে শিশুটির কান্নায় প্রতিবেশিরা জড়ো হয়। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাটহাজারীর নেয়ামত আলী এলাকায় একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট