চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আব্দুল কাদের (৪২) রাঙ্গুনিয়ার কোদালা দক্ষিণপাড়ার মৃত শফি আহম্মদের ছেলে।
মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কর্ণফুলী থানাধীন শাহমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আব্দুল কাদের এবং তার আপন বড় ভাইয়ের শ্বশুড়বাড়ির মধ্যে পারিবারিক বিরোধের জেরে ২০০৬ সালে বড় ভাইয়ের শ্যালকের মৃত্যু হয়। পরে নিহতের পরিবার বাদী হয়ে আব্দুল কাদেরকে প্রধান এবং পরিবারের ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামালার প্রধান আসামি আব্দুল কাদের ৬ বছর জেল হাজতে ছিল। পরে জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামি আব্দুল কাদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, এ মামলার আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করি। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কর্ণফুলী থানাধীন শাহমিরপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ