কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাড়ির পাশে খেলতে গিয়ে ছড়ার পানিতে ডুবে আরিফুল ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফরেস্ট অফিসপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু আরিফ ঐ এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার ছলে বাড়ির পাশে ছড়ার পানিতে পড়ে য়ায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। স্থানীয়দের সহায়তায় বিকেলের দিকে শিশুটি মৃত উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুর মোহাম্মদ প্রকাশ পেটান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাটি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুদ্দৌলা বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রশাসনিক প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ