চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রবিবার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সলিমপুর ঘাট, কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মোসলেহ উদ্দিন, এনুমেরেটরস রুবেল।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন স্থানে অবাধে কারেন্ট জাল ও চরঘেরা জাল ব্যবহার হচ্ছে খবর পেয়ে তিনি কোস্ট গার্ডের সহযোগিতায় সাগর উপকূলে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ লাখ মিটার চরঘেরা জাল উদ্ধার করেছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ