চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০। আজ রবিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারি স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারি রেল স্টেশন এলাকা হয়ে অজ্ঞাতনামা এক নারী ঢাকামুখী লাইনে হেঁটে যাবার সময় সুবর্ণ এক্সপ্রেস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে ফৌজদারহাট জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।
ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির এএসআই হাসান আহমেদ জানান, ভাটিয়ারি স্টেশনের অদূরে ঢাকামুখী লাইনে সুবর্ণ এক্সপ্রেসের নিচে ট্রেনে কাটা পড়েছে এক নারী। খবর পেয়ে সকাল ১০টার দিকে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ