চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৩ | ৯:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারে টেকনাফের উত্তর নয়াপাড়া এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আটককৃতরা হল- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর নয়াপাড়া এলাকার আহমদ হোছনের ছেলে মো. রফিক (৪৪) ও একই এলাকার মৃত নূর ইসলামের ছেলে শামসুল আলম (৪০)।

 

শুক্রবার (১৮ আগস্ট) র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ ও সাথে থাকা ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১ লাখ ইয়াবা, ২টি স্মার্ট ও ২টি বাটন মোবাইল এবং ৬টি সিম কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট