চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

দক্ষিণ জেলা যুবলীগের সভা ও দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি

১৭ আগস্ট, ২০২৩ | ৪:৩০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকালে ১২২ আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মর্তুজা কামাল চৌধুরী, শহীদুল ইসলাম, নাছির উদ্দীন, অ্যাড. শাহাদাত কবির বাহাদুর, মো. মাইনুদ্দীন চৌধুরী শফিউল আজম শেফু, মো. বেলাল হোসেন মিঠু, সাইফুল হাসান টিটু, রাজু দাস হিরু, জাহিদুল হক চৌধুরী মার্শাল, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, ইঞ্জিনিয়ার অমল রুদ্র, মাহবুবুর রহমানসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট