চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আজীম ও মো. রফিক।
বুধবার (১৬ আগস্ট) শিকলবাহা ক্রসিং ও মইজ্জ্যারটেক মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো. আলী হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং ও মইজ্জ্যারটেক মোড়ে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এসি