চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সড়ক দুর্ঘটনায় আহত পল্লী চিকিৎসকের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৩ | ৯:৪৬ অপরাহ্ণ

নিজ বাড়ি থেকে কর্মস্থল চট্টগ্রামের লোহাগাড়ায় যাওয়ার পথে আহত মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক হাবিবুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায় নগরীর সার্জিস্কোপ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত হাবিব উপজেলার নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুর শাহ বাড়ির হাজী শামসুল আলমের ছেলে।

 

নিহতের স্বজন বোরহান উদ্দিন রাব্বানি বলেন, হাবিব ভাই বাড়ি থেকে লোহাগাড়া উপজেলার ব্র্যাকের পদুয়া শাখায় প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত থাকায় নিয়মিত মোটরসাইকেল যোগে যাতায়ত করতেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে মিনি বাস ঈগল পরিবহনের সাথে উনার মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদ মৃত্যুর বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করে বলেন, হাবিব পদুয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করতো। তিনি সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট