চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে অর্ধকোটি টাকার গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার ছাগলনাইয়া থানার মো. ইউসুফের ছেলে মো. ইকবাল হোসেন (১৯) ও মজিবুর রহমানের ছেলে মজিবুর রহমান।

 

র‌্যাব জানায়, ফেনী থেকে মাদকের একটি চালান চট্টগ্রামে আসছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে  পিকআপের পেছন থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পিকআপটিও জব্দ করা হয়। উদ্ধার গাঁজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট