বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় আটকে পড়া ২৫ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।
খবর পেয়ে আজ রবিবার (১৩ আগস্ট) ভোরে আলীকদম সেনাবাহিনীর জোন থেকে একটি দল সেখানে গেছে।
এর আগে শনিবার রাতে স্থানীয় একটি উদ্ধারকারী দল সেখানে যায়। ২৫ জনের দলটির মধ্যে ২১ জন ঢাকার পর্যটক ও চারজন স্থানীয় গাইড ছিল। গত পাঁচ দিন আগে ঢাকা থেকে এই পর্যটক দলটি আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে যায়।
ব্যাপক পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণ কারণে দলটি সেখানে আটকে পড়ে। ঝর্ণায় পড়ে মারা যায় মোহাম্মদ রাফি নামের এক পর্যটক। স্থানীয়রা আলীকদম প্রশাসনকে জানানোর পর সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্ধারকারী দল সেখানে গেছে। তাদের উদ্ধার করে আলীকদম সদরে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
পুলিশ সুপার মোহাম্মদ সৈকত শাহীন জানিয়েছেন, একজন পর্যটক মারা গেছে এবং অন্যরা সবাই নিরাপদে আছে।
পূর্বকোণ/পিআর/এএইচ